শেফালির সংসার

এখন সে আর এই ভাবনায় চলে না যে বোবার কোনো শত্রু হয় না,বরং এই ভাবনায় চলে কেউ যদি ছোবল দেয় বিনিময়ে ছোবল যদি না মারতে পারো অন্তত ফোঁস করো। এই সংসারে সে অনেক কাজ করে। তাই সংসারটা তারও। রাজরানির মতো বসে বসে খায় না। স্বামীর মনে হলেই তাকে চড় থাপ্পড় মারে, সেই ঋণ সেও  শোধ করবে। খনখনে গলায় শেফালির তেড়ে আসার চেহারা দেখে মিইয়ে গেল রমজান। যেচে গিয়ে আরমানকে বাড়িতে নিয়ে এল। মনে মনে ভাবল শেফালির অত্যাচারের হাত থেকে তার বাঁচার একমাত্র আশ্রয় এখন আরমান।         

by ডালিয়া খাতুন | 13 September, 2025 | 93 | Tags : Short story Dalia Khatun Social picture Patriarchy